বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার জনসভায় যোগ দিবেন তারেক রহমান
- আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান সিলেট সফর শেষে ঢাকা ফেরার পথে বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলার পাচরুখি বেগম আনোয়ারা কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিবেন।
জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে উপজেলা বিএনপির পক্ষ থেকে। ইতিমধ্যে জনসভা স্থলের মঞ্চের কাজ সম্পুর্ণ করা হয়েছে। বুধবার বিকেলে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি এড: মামুন মাহমুদ ও রুপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর ভুইয়া দিপু মঞ্চ পরিদর্শন করেছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জানান, চেয়ারপার্সন তারেক রহমানের আগমনে আড়াইহাজার বাসীর মাঝে এক ধরনের উৎসব মুখর আমেজ বিরাজ করছে। জনসভায় উপস্থিত থাকার জন্য প্রতিটি ইউনিয়ন পর্যায় থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, জনসভায় লক্ষাধিক লোক উপস্থিত থাকার আশা করা হচ্ছে।









