আড়াইহাজারে ডাকাতি: গৃহকর্তাকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আড়াইহাজার উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে গৃহকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় মিন্টু ভূঁইয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
আহত মিন্টু ভূঁইয়া (৬০) পাঁচগাঁও এলাকার মৃত কামাল উদ্দিন ভূঁইয়ার ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির গাছ বেয়ে বাউন্ডারি ওয়ালের ভেতরে প্রবেশ করে। পরে তারা মূল গেটের তালা কেটে ভবনের দরজা ভেঙে ঘরে ঢোকে।
ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারির ওপর রাখা মানিব্যাগ থেকে আনুমানিক ৩০ হাজার টাকা এবং মিন্টু ভূঁইয়ার স্ত্রী শিরিন হোসেনের গলায় ও হাতে থাকা চেইন, ব্রেসলেট ও আংটিসহ প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার জোরপূর্বক নিয়ে যায়।
একপর্যায়ে মিন্টু ভূঁইয়া ডাকচিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত মিন্টু ভূঁইয়াকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানায়, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।









