Bangladesh ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে নির্বাচন-গণভোট সচেতনতা সভা অনুষ্ঠিত মুরাদনগরে প্রশাসনের অভিযানে ৩ মাসে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা, ১১০টি ড্রেজার অপসারণ ও ৯০ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি গ্যারেজ পুড়ে ছাই, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি সমস্যা বাঁ চোখে, ডানটিতে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার নতুন বছরে প্রথমবার কত বাড়ল স্বর্ণের দাম! মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত মুরাদনগরে ইট তৈরির চাহিদা মেটাতে কাটা হয়েছে এক হাজার একর কৃষি জমির মাটি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ দেওয়ার আহ্বান নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন পড়শী কুমিল্লায় এক মাসে ৭ খুন, ২৫ নারী-শিশু নির্যাতন

আড়াইহাজারে নির্বাচন-গণভোট সচেতনতা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে আড়াইহাজারে ভোটারদের মধ্যে সচেতনতা জোরদারের লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, ভোট শুধু নাগরিক অধিকার নয়, গণতন্ত্রের প্রতি নৈতিক দায়িত্বও। তাই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রত্যেক যোগ্য নাগরিককে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান সভাপতিত্ব করেন। দুপ্তারা ইউনিয়নের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
স্থানীয় প্রশাসন, বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণ এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) সালমা খাতুন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের পাশাপাশি গণভোটে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটাররা দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখেন।
তিনি আরও বলেন, জনগণের সক্রিয়তা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পূর্ণাঙ্গ হয় না। তাই প্রত্যেক ভোটারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্রথমবারের ভোটার, নারী ভোটার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজ করতে প্রশাসন বিশেষ ব্যবস্থা নেবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো এবং গণভোটের বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করার উপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, প্রচারণা, প্রশিক্ষণ ও তথ্যপ্রদান কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের কাছে নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরা হবে। এতে ভোটগ্রহণের দিন ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারবেন।
সভা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা উপজেলার চারটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ছনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর মাদরাসা ও চামুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোয় গিয়ে কর্মকর্তারা নির্বাচনী অবকাঠামো, প্রবেশগম্যতা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতিমূলক সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সবাই সমন্বিতভাবে কাজ করলে আড়াইহাজারে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের সচেতন অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে এবং গণভোটের সফলতা দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রতিটি ভোটারকে আগামী ১২ ফেব্রুয়ারি নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়াইহাজারে নির্বাচন-গণভোট সচেতনতা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

স্টাফ রিপোর্টার:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে আড়াইহাজারে ভোটারদের মধ্যে সচেতনতা জোরদারের লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, ভোট শুধু নাগরিক অধিকার নয়, গণতন্ত্রের প্রতি নৈতিক দায়িত্বও। তাই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রত্যেক যোগ্য নাগরিককে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান সভাপতিত্ব করেন। দুপ্তারা ইউনিয়নের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
স্থানীয় প্রশাসন, বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণ এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) সালমা খাতুন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের পাশাপাশি গণভোটে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটাররা দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখেন।
তিনি আরও বলেন, জনগণের সক্রিয়তা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পূর্ণাঙ্গ হয় না। তাই প্রত্যেক ভোটারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্রথমবারের ভোটার, নারী ভোটার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজ করতে প্রশাসন বিশেষ ব্যবস্থা নেবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো এবং গণভোটের বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করার উপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, প্রচারণা, প্রশিক্ষণ ও তথ্যপ্রদান কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের কাছে নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরা হবে। এতে ভোটগ্রহণের দিন ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারবেন।
সভা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা উপজেলার চারটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ছনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর মাদরাসা ও চামুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোয় গিয়ে কর্মকর্তারা নির্বাচনী অবকাঠামো, প্রবেশগম্যতা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতিমূলক সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সবাই সমন্বিতভাবে কাজ করলে আড়াইহাজারে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের সচেতন অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে এবং গণভোটের সফলতা দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রতিটি ভোটারকে আগামী ১২ ফেব্রুয়ারি নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়।